Export Market Development
বর্তমানে বিশ্ববাজারে দ্রুত বেড়ে চলেছে আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় সেক্টরগুলোর একটি হলো এক্সপোর্ট বিজনেস। উন্নত প্রযুক্তি, সহজ যোগাযোগ ব্যবস্থা এবং বৈশ্বিক চাহিদার কারণে এখনই সময় নিজের ক্যারিয়ার গড়ার জন্য এই সেক্টরে এগিয়ে আসার। তবে শুধু আগ্রহ থাকলেই হবে না—সফল হতে হলে জানতে হবে এক্সপোর্ট বিজনেসের খুঁটিনাটি বিষয়, বাজার গবেষণা থেকে শুরু করে শিপমেন্ট, ডকুমেন্টেশন, পেমেন্ট মেথডসহ প্রতিটি ধাপ সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। এক্সপোর্ট বিজনেসে যেমন রয়েছে ঝুঁকি, তেমনি রয়েছে অসীম সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা । এই কোর্স আপনি এক্সপোর্ট বিজনেস সম্পর্কে একটি পূর্নাঙ্গ দিকনির্দেশনা পেয়ে যাবেন। যা থাকছে এই কোর্সেঃ …
Curriculum
- 1 Section
- 1 Lesson
- 400 Weeks
- Export Market Development1
Overview
বর্তমানে বিশ্ববাজারে দ্রুত বেড়ে চলেছে আন্তর্জাতিক বাণিজ্যের সুযোগ। এর মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় সেক্টরগুলোর একটি হলো এক্সপোর্ট বিজনেস। উন্নত প্রযুক্তি, সহজ যোগাযোগ ব্যবস্থা এবং বৈশ্বিক চাহিদার কারণে এখনই সময় নিজের ক্যারিয়ার গড়ার জন্য এই সেক্টরে এগিয়ে আসার। তবে শুধু আগ্রহ থাকলেই হবে না—সফল হতে হলে জানতে হবে এক্সপোর্ট বিজনেসের খুঁটিনাটি বিষয়, বাজার গবেষণা থেকে শুরু করে শিপমেন্ট, ডকুমেন্টেশন, পেমেন্ট মেথডসহ প্রতিটি ধাপ সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। এক্সপোর্ট বিজনেসে যেমন রয়েছে ঝুঁকি, তেমনি রয়েছে অসীম সম্ভাবনা। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা । এই কোর্স আপনি এক্সপোর্ট বিজনেস সম্পর্কে একটি পূর্নাঙ্গ দিকনির্দেশনা পেয়ে যাবেন।
যা থাকছে এই কোর্সেঃ
1️⃣ International market research and analysis
2️⃣ International Market Development Process
3️⃣ How to find a global buyer for Export business
4️⃣ International Product Development Process
5️⃣ Shipment Process
6️⃣ Overall commercial activities and documentation
7️⃣ International Payment Methods
8️⃣ C&F Management
9️⃣ Freight forwarding management
🔟 Shipping line সহ আরো অনেক কিছু।